রাজীবপুরে আ'লীগের সভাপতির উদ্যোগে বিক্ষোভ মিছিল
রাজীবপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি আব্দুল হাই সরকারের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকেলে রাজীবপুর উপজেলা শহরে আ'লীগের কাউন্সিলকে কেন্দ্র করে সভাপতি আব্দুল হাই সরকারের অনুসারী নেতা কর্মী ও সমর্থকরা ওই বিক্ষোভ মিছিল ও পথ সভা করে।বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল হাই সরকার,অধ্যাপক আব্দুস সবুর ফারুকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো,জেলা পরিষদ সদস্য রাজিয়া সুলতানা রেণু,ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান তারেক প্রমুখ।
সভায় বক্তারা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ত্যাগি নেতাকর্মীদের উপেক্ষা করে নিজের পছন্দের ও বিভিন্ন দল থেকে আ'লীগে নতুন যোগদান করা ব্যাক্তিদের দিয়ে ওয়ার্ড ও ইউনিয়নে পকেট কমিটি গঠন করার অভিযোগ তুলেছেন।নতুন এই কমিটি গুলোতে দলীয় ত্যাগি নেতা কর্মীদের মূল্যায়ন হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।এবিষয়ে উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল হাই সরকার সাংবাদিকদের জানান,সাধারণ সম্পাদক সফিউল আলম দলীয় নেতাকর্মীদের সাথে কোন আলোচনা না করেই সন্মেলনের তারিখ নির্ধারন করেছিল পরে আমাদের আপত্তির কারনে তা ভেস্তে যায়।সকলের অংশগ্রহনে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ কাউন্সিল চান তিনি।
কাউন্সিলকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজীবপুর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন,আমি একাই কি সন্মেলনের তারিখ নির্ধারণ করতে পারি ? সকলের সম্মতিতে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ২ ডিসেম্বর সন্মেলনের দিন নির্ধারন করেছিল। নিজের দলের নেতাকর্মীদের মাঝে তিনি জনপ্রিয়তা হারিয়েছেন এবং বুঝেতে পেরেছেন আর সভাপতি হতে পারবেন না তাই মিথ্যা অভিযোগ তুলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তিনি।গত ২ ডিসেম্বর রাজীবপুর উপজেলা আওয়ামিলীগের সন্মেলন হওয়ার কথা ছিল কিন্তু পূর্ব কোন ঘোষণা ছাড়াই সন্মেলন স্থগিত হয়ে যায়।

রাজীবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি