আদমদিঘী স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরনে কর্মশালা
ব্র্যাকের দতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প “প্রো-পুওর গ্রোথ অব রুরাল এন্টারপ্রাইজেস থ্রু সাসটেইনেবল স্কিলস ডেভেলপমেন্ট”(প্রোগ্রেস) এর উদ্যোগে বগুড়ার আদমদিঘী ওয়েল্ডিং মালিক সমিতির স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করনে দ্বি-বার্ষিক ফলো আপ কর্মশালা বুধবার বিকেলে আদমদিঘী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
ব্রাকের আদমদিঘী শাখার ব্যবস্থাপক হারুনুর রশিদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ। এছাড়া আদমদিঘী ওয়েল্ডিং শিল্প মালিক সমিতির সভাপতি রাজিবুল ইসলাম ভূট্টো ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপজেলা সভাপতি মোঃ জামাল হোসেন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ আদমদিঘী বাজারে নারী ও পুরুষের পৃথক ব্যবহার উপযোগী শৌচাগার নির্মাণ-পুণঃ নির্মান এবং বাজারের শোভন কর্ম পরিবেশ ফিরে আনার জন্য সকলের প্রতি আহবান জানান।
এতে মুরইল বাজার বণিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রতন) তালুকদার, শাখা হিসাব কর্মকর্তা এস এম রাকিবুজ্জামান, আনসার আলী সরদার, হালকা প্রকৌশল শিল্প মালিক, স্থানীয় বাজার ব্যবসায়ী ও ব্র্যাকের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক দাতা উন্নয়ন কর্মসূচির ফিল্ড টেকনিক্যাল অফিসার আরজুমা ইসলাম মিতালি।

প্রেস বিজ্ঞপ্তি