চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ওয়েস্টার্ন মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৬ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং মোড়ে অবস্থিত ওয়ার্কশপটিতে এ দুর্ঘটনা ঘটে ।
দুর্ঘটনায় দগ্ধরা হলেন, ওসমান গনি, নুর আলম, এনায়েত, রাজীব দাশ , নোমান ও রকিব। এর মধ্যে এনায়েতের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। বাকিদেরও ২০ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ।
তিনি আরও জানান, শ্রমিকরা ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অনলাইন ডেস্ক