হিলিতে মাদকবিরোধী অভিযানে আটক- ২০
দিনাজপুরের হিলিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ২০ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, হিলিকে মাদকমুক্ত করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনাবেচা ও সেবন করার সময় ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক