বরিশালে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
বরিশালের বানারিপাড়া থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুয়েত প্রবাসী ইমাম হাফেজ আব্দুর রবের মা মারিয়াম বেগম (৭৫), তার ভগ্নিপতি মো. আলম (৭৫) এবং খালাতো ভাই মো. ইউসুফ (১৮)। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জানান, সকালে খবর পেয়ে সলিয়াবাকপুর গ্রামে কুয়েত প্রবাসী মসজিদের ইমাম হাফেজ আব্দুর রবের বাড়িতে যায় পুলিশ।
সেখানে আব্দুর রবের ঘরের বেলকুনী থেকে বৃদ্ধ মা মারিয়াম বেগমের লাশ, ঘরের এক কক্ষ থেকে তার ভগ্নিপতি মো. আলমের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও রবের খালাতো ভাই মো. ইউসুফের লাশ হাত পা-বাঁধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক