বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০০’শ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লাইন্স স্কুলের সামনে চলন্ত বাস থামিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার উত্তর জাওরানী এলাকার মৃত, নুরুল ইসলামের ছেলে হাসানুজ্জামান রতন (২৩)।
এজাহারসূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসে একজন মাদকসহ যাত্রা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসির দিক-নির্দেশনায় বগুড়া সদর থানার এস.আই আব্দুর গফুরের নেতৃত্বে এএসআই তাহের, এএসআই সাখাওয়াত ও সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ লাইন্সের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী নাইট কোচ থামিয়ে তল্লাশি করলে আসামী রতনের হেফাজত হতে ২’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিমধ্যে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ঋজু হয়েছে। আসামী রতন সুকৌশলে যাত্রী সেজে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা বহন করছিল যা সে পুলিশের চোখ এড়িয়ে দীর্ঘদিন থেকেই করে আসছে বলে ধারণা তার। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে বগুড়া থেকে মাদকের শিকড় নির্মূল না করা পর্যন্ত মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান আইজিপি পদকপ্রাপ্ত এই কর্মকর্তা।

ষ্টাফ রিপোর্টার