আজ বগুড়ায় জেলা আওয়ামী লীগের সম্মেলন, বর্ণিল সাজে শহর
বর্ণিল সাজে সেজছে বগুড়া। ৫ বছর পর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে শহর ও শহরতলির সমস্ত বিলবোর্ডের পণ্যের প্রচার উধাও হয়ে কোন নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দেখতে চায় তার ঢাউস আকৃতির ছবি এবং কারা দেখতে চায় তাদের নাম ও ছবি দৃষ্টিতে আসছে। সড়ক দ্বীপ, রোড মিডিয়ামে (রাস্তার মধ্যে) ফেস্টুন প্যানাফ্লেক্স ভরে গেছে। ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া জেলায় প্রবেশ পথ থেকে বগুড়া শহর পর্যন্ত প্রায় ৫০ তোরণ নির্মিত হয়েছে। রাস্তা খোঁড়াখুঁড়িও হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে ৫ বছর পর। উৎসবমুখর পরিবশ- আজ শনিবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই আয়োজন। মাঠ প্যান্ডেলে ছেয়ে দেয়া হয়েছে।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মজিবর রহমান মজনু (বর্তমান কমিটির সাধারণ সম্পাদক), তোফাজ্জল হোসেন দুলু মাস্টার (বর্তমান কমিটির সহ-সভাপতি), রেজাউল করিম মিন্টু (বর্তমান কমিটির সহ-সভাপতি), বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন, এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, টিএম মুসা পেস্তা, এ্যাডভোকেট তবিবর রহমান ও শেখ শামিম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বর্তমান কমিটির তিন যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১১ জন। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা ও মঞ্জুরুল আলম মোহন।
বাকিরা হলেন শাহাদৎ আলম ঝুনু (বর্তমান কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক), এ কে এম আসাদুর রহমান দুলু (বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক), সুলতান মাহমুদ খান রনি (বর্তমান কমিটির প্রচার সম্পাদক), জাকির হোসেন নবাব, প্রদীপ কুমার রায়, শফিকুল ইসলাম আক্কাস, শেরিন আনোয়ার, শাহরিয়ার আরিফ ওপেল ও মিনহাজ্জুজ্জামান লিটন।
দলীয় খবর- আলতাফুন্নেছা খেলার মাঠে সকালে সম্মেলন শুরু হয়ে বেলা দুটা পর্যন্ত নেতাগণ বক্তব্য রাখবেন। তাদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রার্থীর সমর্থকদের ওজনের শোডাউন হতে পারে। উৎসবের শোরগোলে পরিণত হবে মাঠ। বিকেল তিনটায় জিলা স্কুলের আমিনুল করিম দুলাল অডিটরিয়ামে কাউন্সিল অধিবেশন শুরু হবে। শেষ পর্যন্ত যদি ভোটগ্রহণ করতেই হয় তাহলে ভোট প্রদানের আয়োজন গণনা ইত্যাদি কাজ শেষে মধ্যরাতের পর জানা যাবে কে সভাপতি ও কে সাধারণ সম্পাদক হলেন। এই দুই পদেই ভোটগ্রহণ হতে পারে।
দলের হাইকমান্ডের কাছে বগুড়ার নেতাগণের সকল কর্মকান্ডের ঠিকুজি রয়েছে। বগুড়ায় আওয়ামী লীগে এমন একটা ইমেজ তৈরি করতে চান যা সাধারণ মানুষের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে। বিশেষ করে যারা নিবেদিত প্রাণ নেতাকর্মী,সাধারণের মধ্যে যাদের ইমেজ ক্লিন (স্বচ্ছ), বিতর্কিত নন এবং সাংগঠনিকভাবে তারুণ্যদীপ্ত নেতৃত্বের অধিকারী তারা অগ্রাধিকার পাবেন। আওয়ামী লীগের শুভাকাক্সক্ষী ও সমর্থক সুধীজনের কথা : ইলেকশন হোক আর সিলেকশন হোক নতুন সভাপতি সাধারণ সম্পাদকের ওপর নির্ভর করছে আগামীতে বগুড়ায় দলের অবস্থান কি হতে পারে। কয়েক সুধীজনের কথা, নেতা নির্বাচনে যদি কাউন্সিলরগণের ভোটগ্রহণ হয় তাহলেও দেখতে হবে তাদের পরিচিতি কি! তারা কার দ্বারা কতটা প্রভাবিত। সব মিলিয়ে বগুড়ার আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সাধারণের মধ্যে কৌতূহল- কে আসছেন নেতৃত্বে!

অনলাইন ডেস্ক