ভারতে ডিসি-ডিএম কনফারেন্স শেষে ৯ ডিসিসহ ৫৯ সদস্যের প্রতিনিধি দল দেশে ফিরেছেন
সীমান্ত দিয়ে চোরাচালান, গরু ও মাদক পাচার, সীমানা পিলার রক্ষনাবেক্ষন নদীরক্ষা ও বন্দরগুলোর কার্যক্রম উন্নতিকরনসহ বিভিন্ন ইস্যু নিয়ে ডিসি-ডিএম কনফারেন্সে যোগদানকরা প্রতিনিধি দল ফলপ্রসু আলোচনা শেষে শনিবার দুপরে ১২ টায় দেশে ফিরেছেন।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় ইমিগ্রেশন কার্যক্রম শেষে হিলি সীমান্তের চেকপোষ্ট গেট দিয়ে জয়পুরহাট জেলা প্রশাসক জাকির হোসেনের নেতৃত্বে ৫৯ সদস্যের প্রতিনিধি দলটি ভারতে গমন করেন।
জয়পুরহাট জেলা প্রশাসক জাকির হোসেন জানান, শুক্রবার ভারতের মালদাহ ডিএম কনফারেন্স রুমে দেশের সীমান্ত দিয়ে চোরাচালান, গরু ও মাদক পাচার, রেল সংযোগ, সীমানা পিলার রক্ষনাবেক্ষন নদীরক্ষা ও বন্দরগুলোর কার্যক্রম উন্নতিকরনসহ বিভিন্ন ইস্যু নিয়ে ভারতীয় প্রতিনিধি দলের সাথে ফলপ্রসু আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের ৯ জেলা প্রশাসকসহ , ৫৯ জনের একটি প্রতিনিধি দল অংশ গ্রহন করেন।

হিলি (দিনাজপুর)