সীমান্তে পত্নীতলা বিজিবির শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র আয়োজনে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ বিজিবির বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচী এবং জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+।
২শ ৬ জন শীতার্ত দুঃস্থ বয়স্ক মানুষের মাঝে কম্বল এবং ৬০ জন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধে বিজিবি’কে আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ এবং মাদক চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধের সাথে জড়িত না হওয়ার আহবান বক্তরা।
এসময় কড়িয়া কোম্পানী কমান্ডার ও স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি