বগুড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত
“নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” স্লোাগানে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ পালনের অংশ হিসেবে বগুড়ায় আস্থা প্রকল্প গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে শনিবার শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে গনমাধ্যম কর্মীদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধে গণমাধ্যম কর্মীদের রিপোর্টিং এবং ব্যক্তি হিসেবে করণীয় নানা দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে কর্মশালার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন আস্থা প্রল্পের প্রকল্প সমন্বয়কারী মোখলেসুর রহমান পিন্টু এবং কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা, সহিংসতার ধরন, কারন, নেতিবাচক প্রভাব ও জিবিভি নীতিমালা নিয়ে আলোচনা করেন আইন ও শালিশ কেন্দ্রের প্রোগ্রাম অফিসার হুমায়ুন কবির।
কর্মশালায় রিপোর্ট লেখা বা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকের যে সমস্ত বিষয়গুলির প্রতি নৈতিক ও আইনগতভাবে সচেতন থাকতে হবে এবং সারভাইভারদের সম্মান, বৈষম্যহীনতা, নিবাপত্তা, গোপনীয়তা বজায় রেখে রিপোর্ট পরিবেশনের ক্ষেত্রে করণীয় দিক নিয়ে বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের উত্তারঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু এবং লেখনীতে শব্দ ব্যবহারের ক্ষেত্রে সাংবাদিকদের সংবেদনশীল ও দায়িত্ববান হওয়ার আহব্বান জানিয়ে কর্মশালায় বক্তব্য রাখেন দৈনিক করতোয়া পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর।
এছাড়াও কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের অনেকেই। কর্মশালায় নন্দীগ্রাম, সোনাতলা ও বগুড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার ২৮ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহন করেন। অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীরা তাদের প্রত্রিকা ও টেলিভিশনে নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক রির্পোট ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো সংবেদনশীল হওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
উল্লেখ্য, নেদারল্যান্ডস্ অ্যাম্বাসী’র অর্থায়নে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র ‘আস্থা’ প্রকল্পের মাধ্যমে বগুড়া জেলার সোনাতলা, সদর ও নন্দীগ্রাম উপজেলার ২৩টি ইউনিয়নে নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারের লক্ষ্যে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে।

ষ্টাফ রিপোর্টার