অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের শোক প্রকাশ
পদার্থ বিজ্ঞানের বরেণ্য অধ্যাপক অজয় রায় আর নেই। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৮৫ বছর বয়সী এই অধ্যাপককে প্রায় দুই সপ্তাহ ধরে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৫ নভেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক অধ্যাপক অজয় রায়। ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়লে দুই দিন পর তাকে কৃত্রিম শ্বাস দেওয়া শুরু হয়।
শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অধ্যাপক অজয় রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদেরও একজন। বর্তমানে তিনি নির্মূল কমিটির উপদেষ্টা। চার বছর আগে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানো বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বাবা অজয় রায় গত ২৮ অক্টোবর আদালতে গিয়ে ছেলে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন।
একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদ অজয় রায়ের দুটি গবেষণা নোবেল কমিটিতে আলোচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে অবসরে গিয়ে বিশ্ববিদ্যালয়টির ইউজিসি অধ্যাপকও ছিলেন অজয় রায়।
মুক্তিযোদ্ধা অজয় রায়ের সক্রিয় অংশগ্রহণ ছিল ভাষা আন্দোলন ও উনসত্তরের গণ-অভ্যুত্থানেও।
তার মৃত্যুতে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ শোকাহত। শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা নাদিম মাহমুদ, জেলার সহ- সভাপতি মিঠুন পাল, আয়েন উদ্দীন, শাওন পাল, আকতার-উজ-জামান টুটুল, বিপুল পাল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাগর পারভেজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুজয় কুমার পাল, স্কুল সম্পাদক শ্যামল কবিরাজ, ক্রিড়া সম্পাদক ছাব্বির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শিশির ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পবিত্র কুমার মাহাতো, সদস্য নাইম ইসলাম, সরকারি আজিজুল হক কলেজ সংসদের সভাপতি পিয়াস মোদক, সাংগঠনিক সম্পাদক শুভ কুমার দে, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সভাপতি মো: সোহানুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পলিটেকনিক শাখার আহ্বায়ক প্রনতি ভূষণ সোহাগ, যুগ্ন আহ্বায়ক আব্দুল মজিদ, সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক আরমানুর রশিদ আকাশ, যুগ্ন আহ্বায়ক সঙ্গীতা সরকার, চপল সাহা, প্রমিতা বড়ুয়া, সদস্য মনিরা সুলতানা, কাহালু উপজেলা শাখার আহ্বায়ক মহিন্দ্র চন্দ্র, যুগ্ন আহ্বায়ক পলাশ, ধুনট উপজেলা শাখার আহ্বায়ক সোহাগ, যুগ্ন আহ্বায়ক ফজলুর রহমান, সারিয়াকান্দি উপজেলা সংসদের সভাপতি ফাইন মিয়া, সাধারণ সম্পাদক সাম্য সাগর সাহা, গোকুল ইউনিয়নের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ন আহ্বায়ক ফেরদৌস , রুহুল, বউবাজার শাখার সাধারণ সম্পাদক মনসুর আলী, কলোনী শাখার আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অজয়, সোহান, তারেক, সাতমাথা শাখার আহ্বায়ক নিয়ামুল ইসলাম তরফদার আকিব, যুগ্ন-আহ্বায়ক মেহেদী হাসান সহ বগুড়া জেলার ছাত্র ইউনিয়নের সকল নেতাকর্মী।

প্রেস বিজ্ঞপ্তি