বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মহির উদ্দিন মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গোরস্থানপাড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।
আজ সোমবার সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ দিনমজুরি কাজের সন্ধানে শহরের নবমী সিনেমা হল এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে পারাপারকালে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দিনমজুর মহির উদ্দিন মারা যান বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

অনলাইন ডেস্ক