বগুড়ার শেরপুরে জেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি মজনুকে গণসংর্ধনা প্রদান
_PIC-09.12_.2019-_MOZNU_1.jpg)
বগুড়ার শেরপুরে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ মজিবর রহমান মজনুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।গত রোববার (০৮ডিসেম্বর) সন্ধ্যারাতে শেরপুর প্রেসকাব প্রাঙনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সংবর্ধিত অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা।সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে।তাঁরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা নিয়ে দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। তা যেন নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন, এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
শেরপুর প্রেসকাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, প্রেসকাবের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর নিমাই ঘোষ, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নুরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ সুমন, প্রেসকাবের যুগ্ম সম্পাদক আইযুব আলী, নির্বাহী সদস্য শাহজামাল কামাল, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, আব্দুল হামিদ, উৎপল মালাকার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই শেরপুর প্রেসকাব, সম্পাদক পরিষদ ও পৌর কাউন্সিলরদের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনুকে গণসংবর্ধনা দেয়া হয়।