শিবগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের ই-ফাইলিং ও ওয়েবপোর্টাল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ই-ফাইলিং এবং ওয়েব পোর্টাল আপডেট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের’ সহায়তায় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ২দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর।উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণ প্রদান করেন, শিবগঞ্জ সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, আদমদিঘী সহকারী প্রোগ্রামার মাজেদুর রহমান এবং উক্ত প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর আহসান হাবীব। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারকনাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিন সরকার, কম্পিউটার অপারেটরদের আনোয়ারুল ইসলাম, সঞ্চয় কুমার পাল, আমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কম্পিউটার অপারেটরবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি