দক্ষিণ সুরমায় ছাত্রনেতা আবু সালেহ’র মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ছাত্রদলনেতা আবু সালেহ’র মুক্তির দাবীতে ইয়াসিন আহমেদ ফাহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
সোমবার বেলা ৩টায় ইয়াসিন আহমেদ ফাহিমের নেতৃত্বে কমার্শিয়াল বিল্ডিংয়ের সামনে এবং সিলেট পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের সামনে থেকে আজহার অনিকের নেতৃত্বে মিছিল বের হয়ে বাবনা পয়েন্টে এসে মিলিত হয়। মিছিলটি রেলগেটের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ পালন করে।
ইয়াসিন আহমেদ ফাহিম ও আবু সাঈদ আদনান এর যৌথ পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আজহার অনিক।
এসময় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা রিপন আহমেদ শাহরিয়ার ও শাহ অলিদ। তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে আদালতের তালবাহানা মেনে নেওয়া হবে না। এসময় অচিরেই তার মুক্তির দাবী জানানো হয়। মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, রিফল আহমেদ, খায়রুল ইসলাম সবুজ, আব্দুস সামাদ, আব্দুল গফুর, মোস্তাক আহমেদ, উবায়দুর রহমান আবিদসহ আরও অনেকে।
