বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়া বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যেগে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের নবাববাড়ি সড়কে দলের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ন আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্ট পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালকদার লালু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজহর তালুকদার হেন আরো অনেকে।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ১২ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে ওই দিন থেকেই সরকার পতনের এক দফার আন্দোলন বগুড়া থেকেই শুরু হবে।

ষ্টাফ রিপোর্টার