প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯ ১৫:২১

রংপুর পল্লীবিদ্যুতের ইসি’র বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

রংপুর পল্লীবিদ্যুতের ইসি’র বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর এনফোর্সমেন্ট কোর্ডিনেটর (ইসি) জনাব শাহজালাল এর নামে গ্রাহকদের কাছে ঘুষ গ্রহণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

গত ২৪ নভেম্বর বদরগঞ্জ জোনালের মোঃ ইসমাইল হোসেন নামের একজন সেচ গ্রাহক, ইসি শাহজালালের বিরুদ্ধে ২০,০০০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ করেছে পল্লীবিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান বরাবর।

বর্তমানে আবেদনটি তদন্তের দায়িত্বে আছেন রংপুর পল্লীবিদ্যুত সমিতি-২ এর ডিজি এম (টেকনিক্যাল)অভিযোগে উল্লেখ করাহয়  তিনি স্থানীয় দালাল মোঃ শহিদুল কাজির মাধ্যমে বিচ্ছিন্ন কৃত সংযোগ লাগাতে গ্রাহকের কাছে ২০,০০০/ টাকা দাবি করে।

বিষয়টি  তদন্ত চলমান আছে, জানাযায় ইসি শাহজালাল তদন্ত কাজ ভিন্ন পথে ধাবিত করতে বিভিন্ন অনিয়ম করার চেষ্টায় আছে।

সূত্র মতে আরো জানাযায় এই ইসি শাহজালাল এইসি হইতে ইসি পদে পদন্নোতি পেতে যে পরিক্ষা দিয়েছিলেন তাতে সে অকৃতকার্য হয় তার পরও টাকার বিনিময়ে উচ্চ মহলকে নিয়ন্ত্রণ করে ইসি পদে  প্রমোশন নেন।

অনিয়মের সকল রাস্তায় তার অবাধ যাতায়াত, আগামী রিপোর্টে তার অবৈধভাবে  সম্পদ অর্জনে তথ্য ও অনিয়মের আরো কিছু বিষয় উপস্থাপন করা হবে।

উপরে