প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯ ২১:১৩

নওগাঁ সীমান্তে বিজিবির মাদক ও মালামাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সীমান্তে বিজিবির মাদক ও মালামাল উদ্ধার

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ১৯ বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদ ও ২শ পিস উন্নতমানের কাশ্মিরী শাল চাদর এবং ৩টি পুরাতন বাই-সাইকেল উদ্ধার করেছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ রাধানগর বিওপি'র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোনায়েম হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৩/১৯-আর হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের রাধানগর মাঠে অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সম হয়।

অপরদিকে, একইদিন কড়িয়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আলিয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭৮/২২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারুইল নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২শ টি ভারতীয় উন্নতমানের কাশ্মিরী শাল চাঁদর ও ৩টি পুরাতন বাই-সাইকেল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সম হয়।তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ৫লাখ ৪৩ হাজার ৫শ টাকা।

উপরে