প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৪

নন্দীগ্রাম মহাসড়কে চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
নন্দীগ্রাম মহাসড়কে চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে গেছে এক যুবক এবং ঘটনাস্থলে তার মূত্যু হয়। গতকাল বুধবার সকালে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহিদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বগুড়া-নাটোর মহাসড়কে পৌর এলাকার ওমরপুর হাটের অদুরে পদ্মপুকুর নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে অজ্ঞাত ওই যুবক যানবাহনের চাপায় মারা যান। এরপর তার দেহের উপর দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ কারনে মরদেহ থেতলে যায় এবং মহাসড়কে হাড় ও মাংস পড়ে থাকে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে হাড় ও মাংস বস্তায় ভরে মর্গে পাঠিয়ে দেয়। এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহিদুর রহমান বলেন হাড় মাংসের সাথে নীল চেক শার্ট ও লুঙ্গী পাওয়া গেছে। তিনি আরো বলেন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয় চেনাতে পাওয়া কষ্টকর হয়ে পড়ছে।

উপরে