প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯ ১০:৪২

কাহালু উপজেলা পাক হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

কাহালু (বগুড়া) প্রতনিধি
কাহালু উপজেলা পাক হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

আজ শুক্রবার সকাল ১০ টায় বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পাক হানাদার মুক্ত দিবস/১৯ইং পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত বর্ণাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়রম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেল নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা,কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, মোজাম্মেল হক, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিকুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ লিয়াকত আলী সরদার, আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান, ফজের আলী, ইউসুফ আলী, আব্দুল হামিদ, কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও মুক্তিযোদ্ধাবৃন্দ। বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর  রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপরে