নানা আয়োজনে জয়পুরহাটে উদযাপিত হচ্ছে বিজয় দিবস
১৬ ডিসেম্বর, জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার ভোরে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জাননোর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের কুচ কাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এস.এম সোলায়মান আলীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনলাইন ডেস্ক