মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আকবরিয়া গ্রুপের কী-নোট পেপার উপস্থাপন
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আকবরিয়া গ্রুপের পক্ষ হতে কী-নোট গত সোমবার পেপার উপস্থাপন করা হয়। উক্ত কী-নোট পেপার উপস্থাপন করে আকবরিয়া গ্রুপের এ্যাডমিন অফিসার ইসরাত জাহান। কী-নোট পেপারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধে ত্যাগ, ৩০ লক্ষ শহীদদের আত্মদান, মুক্তিযোদ্ধাদের ভূমিকা, ২লক্ষ মা-বোনের ইজ্জত বিসর্জন ও জাতীয় চার নেতার জীবন বিসর্জনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্থান পায়।
কী-নোট পেপার পড়ার সময় আকবরিয়া গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য, তাঁদের সহধর্মিনী সন্তানসহ সর্বস্তরের উচ্চ পদস্থ কর্মীবৃন্দ অংশ নেয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস না জানলে এ দেশের কেহ কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও সকলের মাঝে সদ্ভাব সৃষ্টি করতে হলে দেশকে জানতে হবে। দেশের মধ্যে স্বাধীনতা বিরোধী চিহ্নিত ব্যক্তিকে সহজে চেনা যাবে। কী-নোট পেপার পড়ার সময় সকলের দু’চোখ অশ্রুসিক্ত মনে হচ্ছিল। আজ আমরা স্বাধীনভাবে স্বাধীনচেতা হয়ে বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধান হয়ে কাজ করছি। এর মূল কারণ হলো লাল-সবুজের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার ইতিহাস নিজেরা জানবো অপরকে জানাবো অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে সে বিষয়টি নিশ্চিত করবো। আকবরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলালের সার্বিক ব্যবস্থাপনায় কী-নোট পেপার উপস্থাপন করা হয় যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকলকে দেশ স্বাধীনের সঠিক ইতিহাস জানতে বুঝতে সহায়ক হবে।

ষ্টাফ রিপোর্টার