প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯ ১৪:০৪

বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ

অনলাইন ডেস্ক
বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ

গাজীপুরের কালীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা ফারিজা নূরের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ‌্যাড. মাকসুদ-উল-আলম মাসুদ, ওসি একেএম মিজানুল হকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তালিকায় স্থানীয়ভাবে জীবিত ৪১২ বীর মুক্তিযোদ্ধার নাম পাওয়া গেছে। সেই তালিকানুযায়ী উপজেলা নির্বাচন অফিস নির্বাচন কমিশনের সহযোগিতায় ৪১২ স্মার্ট কার্ড তৈরির ব্যবস্থা করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ২২০ জনকে বিতরণ করা হয়েছে। বাকীদের বিতরণ চলছে।

উপরে