প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯ ২১:০৭

শেরপুরে মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
শেরপুরে মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বগুড়ার শেরপুর শহরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান আর নেই। তিনি গত মঙ্গলবার (১৭ডিসেম্বর) দিনগত রাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)।আজ বুধবার বেলা দুইটায় উপজেলা পরিষদ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রয়াত মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। একইসঙ্গে নিহতের কফিনে পুষ্পস্তবক অপর্ণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেএম ওবায়দুর রহমান।

পরে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের নয়াপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজাপূর্ব স্মরণসভায় অন্যদের মধ্যে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, বগুড়া বারের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, মুক্তিযোদ্ধা রেজাউল করিম বাবলু, প্রয়াতের ছোট ভাই আবুল কাশেম ও ছেলে গোলাম মোস্তফা। জানাজা নামাজের ইমামতি করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোকাল্লেম হোসাইন। প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন শিউলীর বাবা। এদিকে এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

উপরে