প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১৫:১৯

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

অনলাইন ডেস্ক
টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল করিম (৩৮)। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আব্দুস সালামের ছেলে।

ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি এলজি, তিন রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খালি খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানিয়েছেন, নিহত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে অর্ধডজনের বেশি মামলা রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে একদল রোহিঙ্গা ডাকাত দল বরইতলি এলাকায় অবস্থান করছিল, এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আব্দুল করিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

উপরে