প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১৬:০২

পার্বতীপুরে নেশার ইনজেকশনসহ চোরাকারবারী গ্রেফতার

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে নেশার ইনজেকশনসহ চোরাকারবারী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে চোরাপথ দিয়ে নিয়ে আসা ভারতীয় নেশার ইনজেকশনসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত চোরাকারবারীকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। বুধবার রাত ৮ টা ৪০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নং প্লাটফরমের মুসলিম ক্যান্টিনের সামনে থেকে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব ওহলবপঃরড়হ সহ  মোঃ সুলতান শেখ সরকার ওরফে জাহাঙ্গীর (২২) কে হাতে নাতে গ্রেফতার করে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে থানার এএসআই গোলাম রব্বানী (পিপিএম) এর নেতৃত্বে এক দল রেলওয়ে পুলিশ পার্বতীপুর জংশনের ২ নং প্লাটফরমের মুসলিম ক্যান্টিনের সামনে থেকে সুলতান শেখ সরকার ওরফে জাহাঙ্গীরকে গ্রেফতার করে তার দেহ তল্লাসী করলে ৫০ পিস ভারতীয় Buprenorphine Injection পাওয়া যায়। নেশার এই ইনজেকশন সে সীমান্তের চোরাপথ দিয়ে নিয়ে এসে বিক্রি করত। সে পার্বতীপুর রেলওয়ে শহরের সাহেব পাড়া এলাকার মোঃ আব্দুস সামাদ সরকারের পুত্র। গ্রেফতার কৃত জাহাঙ্গীর একজন চোরাকারবারী।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উপরে