প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩১

সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন

থিয়েটার সৈয়দপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরের সাংস্কৃতিক অঙ্গন তথা মঞ্চ নাটকের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন গুনী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। স্থানীয় রেলওয়ে মূর্তজা মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় ওই সম্মাননা  অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। থিয়েটার সৈয়দপুর এর সভাপতি কথাসাহিত্যিক, গল্পকার অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিনোদন পাক্ষিক আনন্দ আলো পত্রিকার সম্পাদক, কথাসাহিত্যিক রেজানুর রহমান, নাট্য ব্যক্তিত্ব জহিরুল হক জহির প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকর্মী মো. মামুনুর রহমান।

সম্মাননা প্রাপ্তরা হলেন, তমিজুর রহমান তোফায়েল, শোয়া-এব হোসেন (মরনোত্তর ),আনোয়ার হোসেন বাঙ্গালী, শাহানা বানু নীরা ও স্বপন কুমার গুহ্।

এর আগে বিকেলে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। থিয়েটার সৈয়দপুর এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ নাট্য উৎসবের আয়োজন করা হয়।  বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের নাট্য উৎসব কমিটির আহবায়ক মীর সরওয়ার আলী মুকুল, থিয়েটার সৈয়দপুর এর সাধারণ সম্পাদক সাংবাদিক হীরা শর্মাসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, নাট্যকর্মীসহ বিপুল সংখ্যক শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নাট্য উৎসবের উদ্বোধনী পর্ব শেষ শুরু হয় দুইদিন ব্যাপী মঞ্চ নাটক বিষয়ক কর্মশালা। এছাড়াও  এ নাট্য উৎসব উপলক্ষে বিকেল তিনটায় মূর্র্তজা মিলনায়তনে মঞ্চ নাটকের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থিয়েটার সৈয়দপুর এর সভাপতি কথাসাহিত্যিক, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ।

নাট্য উৎসবের প্রথম দিনে গত শুক্রবার সন্ধ্যায় ছয়টায় ঢাকা এথিক এর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘ হাঁড়ি ফাঁটিবে’। নাটকটি রচনা করেছেন উৎপল দত্ত এবং নিদের্শনা ছিলেন অপু শহীদ।

শনিবার মঞ্চস্থ হয় দিনাজপুরের হাকিমপুর উপজেলার  হিলি থিয়েটার এর নাটক “ছোবল”। এ নাট্য উৎসবে ঢাকার এথিক ছাড়াও দিনাজপুরের হিলি থিয়েটার, দিনাজপুরের পার্বতীপুরে প্রগতি সংঘ ও ইয়াংস্টার থিয়েটার, নীলফামারীর সৈয়দপুরের থিয়েটার সৈয়দপুর, ডোমারের সাংস্কৃতিক পরিষদের নাট্য দল নাটক মঞ্চস্থ করবেন।

উপরে