প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১৬:১১

সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তফা কামালের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তফা কামালের ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শহরের বাঁশবাড়ী নিবাসী মোস্তফা কামাল কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধব,শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর জানাজার নামাজ গতকাল শনিবার বাদ এশা সৈয়দপুর শহরের বাঁশবাড়ীস্থ টালী মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে মরহুমকে শহরের গোলাহাট কবরস্থনে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, মরহুম মোস্তফা কামাল ছিলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. সাহাব উদ্দিনের ছোট ভাই এবং ঢাকা সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মো. কামরান তারেক ও ডা. মো. হাসান তারেকের বাবা।

তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, উপজেলা ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম, নীলফামারীর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভেকেট তুষার কান্তি রায়, অ্যাডভোকেট হিল্লোল রায়, অ্যাডভোকেট জয়শ্রী দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সাংবাদিক নজির হোসেন নজু, গোপাল চন্দ্র রায় প্রমূখ  শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উপরে