পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতার্তদের মাঝে আনসার ভিডিপি’র শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা আনসার ও ভিডিপি’র মাধ্যমে এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় শতাধিক নারী পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম।
এসময় তেঁতুলিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়সহ আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা কমান্ড্যান্ট আশরাফুল ইসলাম বলেন, ব্যাপকভাবে না হলেও ক্ষুদ্র পরিসরে আনসার ও ভিডিপি পঞ্চগড়ের শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে। আজ শতাধিক শীতার্ত মানুষের কাছে উন্নতমানের কম্বল বিতরণ করা হল। আগামী এক সপ্তাহের মধ্যে অন্য এলাকার শীতার্তদের মাঝে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

পঞ্চগড় প্রতিনিধি