জয়পুরহাটে ট্রাক্টরের চাপায় কন্যা শিশু নিহত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে মেসি ট্রাক্টরের সাথে ভ্যানের ধাক্কায় এক শিশু কন্যা নিহত হয়েছে। রবিবার বিকেলের দিকে দুর্ঘটনা ঘটে।নিহত শিশু মিথিলা (০৫) নওগাঁর বদলগাছী উপজেলার রোনাহার গ্রামের সাগর হোসেনের মেয়ে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, সাগর হোসেন তার স্ত্রী ও মেয়ে মিথিলাকে নিয়ে ভ্যান যোগে শশুরবাড়ী আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ হলদি পাড়া গ্রামে যাচ্ছিল। জামালগঞ্জ বাজারে এসে সেই ভ্যান থেকে নামার সময় ভ্যানের পেঁছনে দাড়িয়ে থাকা একটি মেসিকে ট্রাক্টরকে পেঁছন দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের ভটভটি ধাক্কা দিলে মেসিটির সাথে ভ্যান চাপা লাগলে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এঘটনায় চালকরা পালিয়ে গেলেও পাওয়ার টিলারের ভটভুটি ও মেসি ট্রাক্টরটিকে এলাকাবাসীরা আটক করে চেয়ারম্যানের হেফাজতে দিয়েছেন ।