প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৯ ১৬:১৬

গরম কাপড় দান করতে চান, এখানে টাঙ্গিয়ে দিন

অনলাইন ডেস্ক
গরম কাপড় দান করতে চান, এখানে টাঙ্গিয়ে দিন

আপনার অপ্রয়োজনীয় কাপড় ও জিনিসপত্র এখানে রেখে যান, প্রয়োজনীয় কাপড় ও জিনিসপত্র এখান থেকে নিয়ে যান' এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝোলানো রয়েছে শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবিসহ আরো অনেক কিছু।

গরিব, অসহায়, দুঃস্থ মানুষ যাদের শাড়ি, লুঙ্গি, প্রয়োজন তারা ওখান থেকে একে একে নিয়ে যাবেন। এমন সেবার মানসিকতার নিয়ে সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবিতে মানবতার দেওয়ালের উদ্বোধন করা হয়েছে।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, এই কন কনে শীতে দুঃস্থ ঃ অসহায় কাউকে কী আপনি একটা গরম কাপড় দান করতে চান, এখানে টাঙ্গিয়ে দিতে পারেন।

এমন প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রাখে পাঁচবিবি তিন মাথার মোড়ে দেওয়ান রাসেলের পৃষ্ঠপোষকতায় সোমবার দুপুর ১২টার দিকে মানবতার দেওয়াল নামে সেবার উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হাক।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল,মানবতার দেওয়াল এর উদোক্তা দেওয়ান রাসেল, কবি আব্দুল বাকী, আলাল হোসেন, দেওয়ান শাহদত হোসেন,মামুনুর রশিদ প্রমূখ।

উপরে