প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৯ ১৩:১৬

১৮ মাস সাজাভোগের পর নিজ দেশে ফিরে গেলো ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক
১৮ মাস সাজাভোগের পর নিজ দেশে ফিরে গেলো ভারতীয় নাগরিক

প্রায় ১৮ মাস কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন তরিকুল ইসলাম (২৭) নামের এক ভারতীয় নাগরিক।আজ মঙ্গলবার বেলা ১১টার সময় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের হিলি অভিবাসন পুলিশের নিকট তাকে হস্তান্তর করেন হিলি ইমিগ্রেশন পুলিশ। তরিকুল ইসলাম ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া থানার বোদাগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তালেব হোসাইন বলেন, গত ২০১৮ সালের জুন মাসের ২৭ তারিখে তরিকুল ইসলাম পঞ্চগড়ের ভজনপুর সীমান্ত দিয়ে কোনপ্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় সীমান্তরক্ষি বাহিনী বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদলতে উপস্থাপন করা হলে আদালত তাকে ১ মাস ২০ দিনের সাজা ও ১ হাজার টাকা জরিমানা করেন।

সাজার মেয়াদ শেষ হলেও দুদেশের মাঝে চিঠি আদান প্রদানের মাধ্যমে দীর্ঘদিন পর আজ তার মুক্তির আদেশ হলে দিনাজপুর জেলা কারাগার কতৃপক্ষ তাকে সকালে আমাদের নিকট হস্তান্তর করেন। পরে প্রক্রিয়া শেষে আমরা তাকে ভারতীয় অভিবাসন পুলিশের নিকট হস্তান্তর করেছি।

 

উপরে