প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৯ ১১:২৫

দ্রুত গতিতে এগিয়ে চলছে মহাস্থান-আমতলি সড়কের সংঙ্কার কাজ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
 দ্রুত গতিতে এগিয়ে চলছে মহাস্থান-আমতলি সড়কের সংঙ্কার কাজ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান-আমতলি সড়কের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উপজেলার মহাস্থান-আমতলি সড়কটি বর্ষাকালে ভাড়ি যানবাহন চলাচলের কারণে বিভিন্ন স্থানে খানা-খন্দকে ভরপুর হয়ে পড়েছিল। বিশেষ করে হাসপাতাল মোড় থেকে নাগড়ব্রিজ পর্যন্ত এবং আমতলি পর্যন্ত সড়কটির বেহাল অবস্থায় যানচলাচলের অনুপোযুগি হয়ে পড়েছেলি। বর্তমান সরকারের সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবদায়দুল কাদের ঘোষণা করেছিলেন বাংলাদেশের কোন সড়কই চলাচলের অযোগ্য থাকবে না। তারই ধারাবাহিকতায় মহাস্থান থেকে আমতলি পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তাটি কয়েকটি প্যাকেজের মাধ্যমে সংস্কার করা হচ্ছে। এর মধ্যে নাগরব্রিজ থেকে আমড়তলি পর্যন্ত ২ কিলোমিটার ২৩ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে। সংস্কার কাজ পরিচালনা করছেন মেসার্স মঞ্জুরুল আলম মোহন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজটি তদারকি করছেন সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী শামীম হোসেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সংস্কার কাজটি সরকারি বিধি মোতাবেক পরিচালনা করছেন প্রতিষ্ঠানের ম্যানেজার আল-এমরান। তাকে সহযোগিতা করছেন মাহমুদুন নবী, সজল ও এমরান হোসেন। কাজে ব্যবহৃত বিটুমিন সঠিক তাপমাত্রা বজায় রেখে প্লান মেশিনদ্বারা পাথর দিয়ে মিক্সিং করে নির্ধারিত পুরত্ব বজায় রেখে কাজ পরিচালনা হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

উপরে