বাপা বগুড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আজ শনিবার দিনব্যাপী বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৯ বাপা বগুড়ার সভাপতি আনোয়ারুল করিম দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকাল ৯.৩০ ঘটিকায় এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ গিয়ে শেষ হয়। সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশন এর সদস্য শারমীন মুরশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পরিবেশ উন্নয়ন ভাবনা অবশ্যই থাকতে হবে। পরিবেশ ও নদী না থাকলে মানুষ তার সভ্যতা হারিয়ে ফেলবে। কারণএ দেশে নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে আদি কাল থেকেই। তাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে দেশের সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটএর পরিচালক অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। মূল আলোচক ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান,স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত। সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন বাপা বগুড়া শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান।অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাপার সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর,ফাররুখ আকবর,এ্যাড. মোজাম্মেল হক,নিভা রানী সরকার,এ্যাড. কামাল উদ্দিন,আবু সাঈদ সিদ্দিকী,আবু তাহের,নূরুল ইসলাম,আরাফাত রহমান ও মিজানুর রহমান প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল বাপা বগুড়া শাখার নির্বাহী পরিষদ ২০২০-২০২১ এর ২৫ সদস্যের নামের তালিকা ঘোষণা করেন। পরবর্তী নির্বাহী পরিষদ সভায় সদস্যদের সমঝোতার ভিত্তিতে দায়িত্ব বন্টন হবে বলে তিনি জানান।

ষ্টাফ রিপোর্টার