শিবগঞ্জে বেলভুজা-দামগড়া সড়ক পাকাকরণে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে প্রত্যান্ত গ্রামাঞ্চলে রাস্তা পাকাকরণ করায় এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব।জানা যায়, শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভুজা-দামগড়া সড়কটি দীর্ঘদিন যাবত এটেল মাটির কাঁচা সড়ক হওয়ায় অল্প বৃষ্টিতেই পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে চলাচলের চরম ভোগান্তি পোহাতে হতো।ইতিমধ্যে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্’র উদ্যেগে জনগণের দুর্দশা লাঘবে ইতিমধ্যে ২ কিলোমিটার পাকাকরণ করা হয়। বিভিন্ন প্যাকেজের আওতায় দ্বিতীয় ধাপে ৫০০ মিটার সড়ক নতুন করে পাকাকরণের মাধ্যমে এসড়কটির পাকাকরণ কাজ আবারো শুরু হলো।পরবর্তীতে সড়কটি দামগড়া পর্যন্ত পাকাকরণ করা হবে বলে জানা যায়।
পুরো সড়কটির পাকাকরণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কৃষকদের কৃষিপণ্য হাটবাজারে বেচাকেনাসহ পুরো এলাকার উন্নয়ন সম্ভব হবে বলে জানান এলাকাবাসী। প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ পরিচালনা করছেন মেসার্স মাসুমা বেগম কাটনারপাড়া, বগুড়া নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজটি তদারকি করছেন শিবগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, কার্যসহকারীর দায়িত্ব পালন করছেন আব্দুল হান্নান। সড়কটির নির্মাণ কাজ চলাকালীণ সময়ে নির্মাণ কাজের পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন। কাজে ব্যবহৃত বিটুমিন সঠিক তাপমাত্রা বজায় রেখে প্লান মেশিনদ্বারা পাথর দিয়ে মিক্সিং করে নির্ধারিত পুরত্ব বজায় রেখে সড়ক নির্মাণ কাজ পরিচালনা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

ষ্টাফ রিপোর্টার