র্যাবের অভিযানে ৫৫৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২
জয়পুরহাট সদর থানার খাসপাহুনন্দা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫৯ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫। আটককৃতরা জয়পুরহাট সদর থানার বিষ্ণুপুর গ্রামের মৃত আজিজের ছেলে শহিদুল ইসলাম,একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মিঠুন রানা।
র্যাব-৫ জানায়,বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কতিপয় মাদক সম্রাট।
সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে র্যাব সদস্যদের নিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট জেলার সদর থানাধীন খাসপাহুনন্দা এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে ৫৫৯ বোতল ফেন্সিডিলসহ শহিদুল ও মিঠুন রানাকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃত শহিদুল ও রানার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক