কাহালু মডেল মসজিদ এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন
রোববার বগুড়ার কাহালু মডেল মসজিদ এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান মোল্লা, উপ-বিভাগীয় প্রকৌশলী (ইলেকট্রনিক) মো. কামরাজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন কাহালু, দুপচাঁচিয়া ও সোনাতলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, কাহালু উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মো. আব্দুল হাই সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু, দুপচাঁচিয়া ও সোনাতলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি