বগুড়ায় সেশন ও ভর্তি ফি কমানোর দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান
আজ বেলা ১১টায় নয় সংগঠনের সমন্ময়ে এক আলোচনা সভা যুব ইউনিয়ন জেলার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম এর সভাপতিত্বে ও যুব জোট এর সভাপতি ওবাইদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, ন্যাপ মোজাফ্ফর বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম টিপু, সুজন বগুড়ার সভাপতি হুমায়ুন ইসলাম তুহিন, উদীচী বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি এ্যাড. লুৎফর রহমান, বাংলাদেশ যুব মৈত্রী বগুড়া জেলা কমিটি সভাপতি তাইজুল ইসলাম রোম, সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, জাতীয় যুব জোট বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সামিউল বারী রবি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জাসদ ছাত্রলীগ বগুড়া জেলা কমিটির সভাপতি ওমর ফারুক।
আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে মিছিলসহ ডিসি অফিসে স্বারকলিপি প্রদান করা হয়।

অনলাইন ডেস্ক