সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে দেশের বন্ধ থাকা ট্রেন চলাচল পাঁচ ঘণ্টা পর আবার চালু হয়েছে।
আজ রোববার বিকেল সোয়া ৩টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বরমচাল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুমান আহমেদ।
এর আগে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি কুলাউড়ার বরমচাল এলাকায় বেলা ১১টার কিছু সময় আগে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
ফলে বেলা ১১টার দিকে মাইজগাঁও স্টেশনে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস এবং কুলাউড়ায় রয়েছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।

অনলাইন ডেস্ক