জয়পুরহাটে শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
জয়পুরহাটে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে উপজেলা মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী, রানার্সআপ ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, কড়ই নুরুলহুদা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ তোহা আলম, তালিমুল ইসলাম একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মজনুর রহমান, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।সদর উপজেলার ৯৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা ক্রিকেট, হকি, ব্যাটমিন্টন সহ বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে।

জয়পুরহাট প্রতিনিধি