জয়পুরহাটের আক্কেলপুরে আ’লীগ নেতার বাড়িতে ককটেল হামলা ও গুলিবর্ষণ
জয়পুরহাটের আক্কেলপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীন মাষ্টারের বাসায় ককটেল হামলার ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে তার বাড়িতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।আব্দুর রহিম স্বাধীন পৌর সদরের পুরাতন বাজার এলাকায় বাসিন্দা। এতে আ’লীগ নেতা, তার পরিবার ও আসেপাশের লোক জনের তেমন কোনো য়তি না হলেও আতঙ্কের সৃষ্টি হয়।পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালাম ও জেলার আওয়ামীলীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে পুলিশ কিছু এখনও জানাতে পারেনি।
আওয়ামী লীগ নেতার বাড়িতে থাকা কোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রবিবার মধ্য রাতে মোটরসাইকেলে করে ২ জন মুখোস ও হেলমেট পড়া অবস্থায় আব্দুর রহিম স্বাধীনের বাড়ির সামনে এসে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড গুলিবর্ষণ করে। একই সাথে বাড়ির পাশে একটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ককটেলের আলামত ও গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট প্রতিনিধি