বিখ্যাত চলচিত্রকার তরুন মজুমদার বগুড়ার মানুষ অথচ ক’জন জানেন?

প্রিয় রঞ্জন পালঃ নানা ক্ষেত্রের বহু গুণীজন বগুড়ার ভূমিপুত্র । ভূমিপুত্রদের এই তালিকা আরও উজ্জ্বল হয়ে ওঠে যখন তরুন মজুমদারের নাম এতে অন্তর্ভুক্ত হয় । বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল পরিচালক তরুণ মজুমদার । এ শহরেই তার বেড়ে ওঠা আর হয়ে ওঠা । এই প্রজন্মের বগুড়া কি সে কথা জানে ? এ প্রজন্মের বগুড়া কি চেনে তরুণ মজুমদারকে ?
কলকাতার টালিগঞ্জকেন্দ্রিক চলচিত্র নির্মাণের ইতিহাসে সোনার অক্ষরে যে পরিচালকদের নাম লেখা আছে তাদের অন্যতম এই প্রবীণ পরিচালক । নিমন্ত্রণ,পলাতক,ফুলেশ্বরী,বালিকা বধূ,শ্রীমান পৃথ্বীরাজ , দাদার কীর্তি ,ভালোবাসা ভালোবাসা থেকে হাল আমলের আলো সহ অসংখ্য বানিজ্য সফল সিনেমা যার ঝুলিতে সে তিনিই বানিয়েছেন গণদেবতা , সংসার সীমান্তের মত ভিন্নধর্মী ছবি। বগুড়া জানে কি ? সুস্থ বিনোদনের সঙ্গে ভাবনার খোরাক জোগানো ছবি তৈরিতে তার দক্ষতা অনস্বীকার্য । 'ভালো ছবি'কে 'জনপ্রিয় ছবি' বানানোর যাদুকাঠি তিনি বারেবারে ব্যবহার করেছেন সাফল্যের সঙ্গে । এই খ্যাতিমান চলচিত্র নির্মাতার নির্মাণ পটভূমি যে কলকাতা নয় বগুড়া একথা বিভিন্ন প্রসঙ্গে তরুনবাবু বলেছেন বারেবারে ।
তরুণ মজুমদারের বাড়ি ছিল বগুড়ার কাটনারপাড়ার মাড়োয়ারি গদিঘরের কাছে । তার বাবা বীরেন্দ্র কুমার মজুমদার ছিলেন স্বাধীনতা সংগ্রামী । ব্রিটিশ আমলে তাকে প্রায়ই জেলযাত্রায় যেতে হত । মুক্ত সময়ে রাজনৈতিক কাজের ফাঁকে কাঁকর ভূঁইয়াদের মত নাট্য ব্যাক্তিত্বদের সঙ্গে নাট্যচর্চাতেও যুক্ত থাকতেন তিনি । সেই সময়ের নাট্যচর্চা আর নাট্য আড্ডার সঙ্গে খুব ছোট বেলাতেই পরিচয় ঘটে তরুণ বাবুর । দূর শৈশবে বগুড়ার নাট্য পরিবেশের যে প্রভাব তার উপরে পড়েছিল আজীবন তা কাটিয়ে উঠতে পারেন নি তিনি ।বগুড়ার আর একটি বৈশিষ্ট্য তার উপর আজীবনের প্রভাব ফেলেছিল । ছোট্ট সেই শহরের 'উত্তরা' সিনেমা হলে বেশীরভাগ বাংলা আর খান কয়েক হিন্দি সিনেমার ফাঁকে ফাঁকে এসে পড়তো চ্যাপলিনের ছবি । শহরের সব বয়সের সব পেশার মানুষের মধ্যে এই সব ছবির জনপ্রিয়তা ছিল অবিশ্বাস্য । সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা এই সব ছবির রেশ থেকে যেত দীর্ঘ সময় । ছবির বিষয়বস্তু থেকে চ্যাপলিনের অভিনয় এ সব কিছু নিয়ে আড্ডায় মেতে উঠতেন কিশোর তরুণ মজুমদার । চলচিত্রে আগ্রহের অঙ্কুরোদ্গম তখন থেকে । সেই অংকুর কে কলকাতার জল-হাওয়া বিকশিত করে মহীরুহে পরিণত করেছে সন্দেহ নেই ।
কলকাতার বাসিন্দা ,ভারতের নাগরিক হয়েও বৃদ্ধ তরুণ মজুমদারের স্মৃতিতে আজও তরতাজা তার বাল্যের বেলাভূমি বগুড়া । নইলে কেন এই নিবন্ধ লেখকের সঙ্গে আলাপচারিতায় তিনি বারেবারে স্মৃতিমেদুর হয়ে উঠবেন ? কেন স্মৃতি সাগরে ডুব দিয়ে তুলে আনবেন হারিয়ে যাওয়া মণিমুক্তো ?বগুড়ার অন্যতম প্রাচীন স্কুল করোনেশনের ছাত্র ছিলেন তরুণ মজুমদার । স্কুল জীবনের অনেক স্মৃতিতে আজও আচ্ছন্ন তিনি । স্কুলের দালান-কোঠা তো বটেই শিক্ষক ও সহপাঠীদের অনেকের মুখ আজও তার স্মৃতিতে উঁকি দিয়ে যায় । তিনি অক্লেশে তাদের গল্প বলেন । ছাত্রজীবনের স্মৃতি 'অমলিন' থেকে যায় তার নিজস্ব গভীরতা নিয়ে । 'বাতিল চিত্রনাট্য' বইতে তিনি আমাদের শোনান তার দুই শিক্ষকের অপূর্ব সম্পর্কের কথা । স্কুলের মৌলবি স্যারের সমাধিতে বসে পণ্ডিতমশায়ের মন্ত্রোচ্চারণের মত ব্যাতিক্রমি অথচ আন্তরিক ঘটনা আজও তার মনে হীরকদ্যুতি ছড়ায় । ভুলতে পারেন না জসিমুদ্দিন স্যারের অবদানের কথা । কীভাবে এই শিক্ষক একটি পয়সাও দক্ষিণা না নিয়ে তাকে বাড়ীতে ডেকে অঙ্ক শিখিয়েছিলেন ,অঙ্ক ভীতি কাটিয়ে দিয়েছিলেন ,স্পষ্টই সেকথা বলেন তরুণ বাবু ।
পথের ধুলো থেকে চাঁদের আলো পর্যন্ত সবকিছুতেই বগুড়ার অজস্র স্মৃতি ফিরে ফিরে পান তরুনবাবু । আজও তাই আবেগকম্পিত কণ্ঠে বলেন , ''ধুলোয় মোড়া পথ , তার মধ্যে দিয়েই আমরা খালি পায়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম । '' স্কুলে কি পেতেন তিনি ? মাস্টারমশাইদের অকৃত্তিম স্নেহ এবং সহপাঠীদের সাহচর্য । তাই সময়ের সুদীর্ঘ ব্যবধান সত্ত্বেও মনে করতে পারেন সহপাঠীদের নাম । '' মুস্তাফিজুর ছিল জসিমুদ্দিন স্যারের ছেলে আর মন্তাজুর ছিল আমাদের ক্লাসের সবথেকে ব্রিলিয়ান্ট ছাত্র , পাঁচ মাইল দূরের সাপগাঁ থেকে হেঁটে হেঁটে সে রোজ স্কুলে আসতো । ''
স্মৃতির সরণী বেয়ে বহু যুগ পিছিয়ে যান তরুণ মজুমদার । বড় ভালো ছিল আমাদের শহরের পরিবেশ । সকলের সঙ্গে সকলের ছিল হৃদ্যতাপূর্ণ সম্পর্ক । '' গত শতকের তিরিশ বা চল্লিশের দশকের বগুড়া কেমন ছিল ? আজও স্পষ্ট মনে করতে পারেন অশীতিপর তরুণ বাবু ,'' শহরটি খুব বড় ছিল না বটে তবে অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল । নবাব বাড়ি থেকে এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হত ।''
ছোট্ট শহরের ছোট্ট রেল ষ্টেশন আজও তরুনবাবুর স্মৃতিতে জীবন্ত । ''আমাদের সময়ে রেল ষ্টেশনটি ছিল শহরের একটু বাইরের দিকে । জলা মতন জায়গা তার মধ্যে দিয়ে পায়ে চলা পথ । রেলষ্টেশনটি দেখতে ভারী মনোরম ছিল । '' এই রেল ষ্টেশনের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে তার । '''আমরা প্রায়ই সন্ধ্যের সময় রেলস্টেশনে যেতাম । একদিন ষ্টেশনে যেতে দূর থেকে গানের সুর শুনতে পেলাম । কাছে যেতে হাতের ইশারায় চুপ করতে বললেন ষ্টেশনমাস্টার । ট্রেন মিস করে ষ্টেশনের ওজন করার যন্ত্রের উপরে বসে খালি গলায় গাইছেন স্বয়ং আব্বাসউদ্দিন । ''
কলকাতায় ছিল মামার বাড়ি । প্রয়োজনে অপ্রয়োজনে সেখানে নিয়মিত যাতায়াত ছিল তরুণবাবুদের । যেতেন রেলগাড়িতে । বগুড়া থেকে সান্তাহার ,সেখান থেকে আসাম বা দার্জিলিং মেলে কলকাতা । তবে তরুণ বাবু খুব আনন্দ পেতেন ফিরতি পথে । '' মেল ট্রেনে সান্তাহারে নেমে গাড়ী বদলে বগুড়ায় ফেরা । জ্যোৎস্না রাত হলে তো কথাই ছিল না । কি অপূর্ব যে লাগতো সে রেলযাত্রা !''
পূর্ববঙ্গের শহর বগুড়ার রেলপথের মতই নদীকে ঘিরেও স্মৃতি আছে তরুণ বাবুর । শহর ছুঁয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর স্রোতের শব্দ যেন আজও কানে বাজে তার । '' আমরা মাঝে মাঝে নদীর সেতুতে যেতাম ,সেখানে বসে গল্পগুজব করতাম ,নিচ দিয়ে বয়ে যেত নদী ,শোনা যেত তার স্রোতের শব্দ । তবে একটি কথা বলা দরকার যে করতোয়া কখনো বন্যায় কাউকে ভাসিয়ে দেয় নি । '' হয়তো তার চেতনে অবচেতনে থেকে যাওয়া এই নদীটির ছবিই নানা নামে তিনি এঁকেছেন তার নানা চলচিত্রে ।
রবীন্দ্রনাথের সৃষ্টির সঙ্গে তরুণ বাবুর প্রথম পরিচয় প্রায় শৈশবে । সে পরিচয়ের পর্বটি ছিল অভিনব । জাপানী বোমার ভয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তার একদল আত্মীয় এসে আশ্রয় নিয়েছিল বগুড়ায় । ''তারা আমাদের বাড়ীতে ডাকঘর নাটকটি মঞ্চস্থ করেছিল । সেই নাটকের মধ্যে দিয়েই রবীন্দ্রনাথের সঙ্গে আমার পরিচয় । '' এই পরিচয় ক্রমে আরও নিবিড় হয়ে ওঠে । তাই অনুভবের মুহূর্তগুলিতে পর্দায় এবং পর্দার বাইরে বারেবারে আশ্রয় নেন রবীন্দ্রনাথের কাছে এবং হয়ে ওঠেন চলচিত্রে রবীন্দ্র সঙ্গীত ব্যবহারের অন্যতম কিংবদন্তী ।
আজও বগুড়াকে সাক্ষী রেখে বয়ে চলেছে করতোয়া , আজও রেলষ্টেশনে ভোঁ বাজিয়ে ছুটে আসছে রেলগাড়ি , আজও করোনেশন স্কুলে হৈ হৈ করে ঢুকছে ছেলের দল - চিরন্তন এই সব ছবি না বদলালেও সবকিছুই কি আগের মত আছে ? কতটা বদলেছে পুরনো এ শহর ? খুঁজে আর বুঝে দেখতে ইচ্ছে করে তরুনবাবুর , অন্তত একটিবার ।
লেখক পরিচিতি: প্রিয়রঞ্জন পাল, তরুন মজুমদার সম্পর্কিত গবেষক। শিক্ষক, রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, প:বঙ্গ, ভারত।