হিলি সীমান্তবর্তী এলাকায় বই উৎসব পালিত।
বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে হিলি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই উৎসব পালন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলার ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে¡ প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন তিনি।
এছাড়াও বই উৎসব অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার এসএমএম শহিদুজ্জামান (পিএসসি) অ.ব এর সভাপতিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর রশিদ প্রমূখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর রশিদ জানান, এ বছর হিলি হাকিমপুর সীমান্তবর্তী উপজেলায় ৪৭ টি কিন্ডার গার্ডেন ও প্রাথমিক বিদ্যালয়ে ৫৭ হাজার ৯শ ৬৫টি বই এবং উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৩৫ হাজার নতুন বই বিতরণ করা হবে।
এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা - ২০১৯ এ নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সৈয়দপুর সরকারি কারিগরী কলেজ, সৈয়দপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সেন্ট জোরোজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ।
সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের পরীক্ষার্থী ছিল ১১৮ জন। এদের সকলেই উত্তীর্ণ হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ- ৫ পেয়েছে ৯৯ জন। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২১২জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ- ৫ পেয়েছে ৯৯ জন। সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ছিল ১৪৮ জন। পাশ করেছে সকলেই। জিপিএ- ৫ পেয়েছে ১২ জন। আর সেন্ট জেরোজা নিম্ন মাধ্যমিক স্কুলের ৬ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি