দিনাজপুরে দেশী চোলাই মদসহ গ্রেফতার ১
দিনাজপুরের কোতয়ালীর বড়মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কোতয়ালী থানার পুলহাট গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম বাচ্চু (৫০)।
র্যাব-১৩ জানায় বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যদের নিয়ে কোতয়ালী থানার বড়মাঠ স্টেশন কাবের সামনে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে ২৫ লিটার দেশী চোলাই মদসহ বাচ্চুকে হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃত মদ ব্যবসায়ী বাচ্চুর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক