পঞ্চগড়ে সমাজসেবা দিবসে ফ্রি চিকিৎসা প্রদান
পঞ্চগড়ে সমাজসেবা দিবসে ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রতিবন্ধী, প্যারালাইসিস, বাত ব্যাথা, হাড় ক্ষয়, মেরুদন্ড ব্যাথা, হাত পা অবস ও ঝিমঝিম করা রোগীদের বিনোমূল্যে ফিজিও থেরাপি প্রদান করা হয়েছে। সেই সাথে সুস্থ্য থাকার জন্য এসব রোগিদের বিভিন্ন ধরণের ব্যায়াম সেখানো হয়। ক্যাম্পে মহিলা ও বয়স্ক রোগিদের ইউনানী চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার দিনব্যাপি পঞ্চগড় সদর উপজেলার মোলানীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা দারিদ্র কল্যাণ সংস্থা ওই ক্যাম্পের আয়োজন করে। এ সময় সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজালাল, ফিজিওথেরাপিস্ট ডাক্তার এস.এম জুলকার নাইন সাগর, হেকিম আম্বিয়া আক্তার, সংস্থার প্রতিবন্ধী সেবা কেন্দ্রের মার্কেটিং প্রধান মো: শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন। সংস্থাটি সমাজের অবহেলিত এ সকল মানুষের জন্য আগামী দিনে ব্যাপক পরিসরে কিভাবে সেবা প্রদান করা যায় সে নিয়েই কাজ করছেন জানালেন কর্তৃপক্ষ।

পঞ্চগড় প্রতিনিধি