পঞ্চগড়ে শারীরিক ভাবে নাজুক ও বঞ্চিত অসহায় প্রবীণদের মাঝে বিশেষ সহায়তা প্রদান
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে শারীরিকভাবে নাজুক ও বঞ্চিত অসহায় প্রবীণদের বিশেষ সহায়তা হিসেবে ২টি হুইল চেয়ার, ৩৫টি ওয়ার্কি স্টিক, একশটি কম্বল এবং ৩জন প্রবীণকে এক হাজার ৮শ টাকা করে পাঁচ হাজার ৪শ টাকা, ৩জন শ্রেষ্ঠ সন্তানকে ৮শ টাকা করে দুই হাজার ৪শত টাকা সম্মাননা ও একশ জনকে পরিপোষক ভাতা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভজনপুরে আরডিআরএস বাংলাদেশ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় মালিগছ প্রবীণ সামাজিক কেন্দ্রে এই সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহামুদুর রহমান ডাবলু, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উর রহমান, ভজনপুর ইউপি চেয়ারম্যান মকসেদ আলী, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সভাপতি তরিকুল ইসলাম।

অনলাইন ডেস্ক