গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলেোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা উচ্চ মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমূখ। এ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি