বগুড়া রাজাপুরে জমি নিয়ে দুই পক্ষের মাঝে বিবাদের সৃষ্টি, থানায় অভিযোগ
বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের জয়বাংলা হাট সংলগ্ন একটি বিবাদমান জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে কোন্দলের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে জমির বর্তমান ভোগ দখলকারী বাদী হয়ে সদর থানায় নিরাপত্তা হুমকীতে অভিযোগও দায়ের করেছেন।বাদী ও অভিযোগপত্র সুত্রে জানা যায়, বাদী ময়েন উদ্দিন ও তার ভাই ওমর আলী একত্রে জনৈক মন্তেজার রহমান এর নিকট থেকে ১৯৮০ ও ৮১ সালে ১.৪৮ একর (দখল) জমি সহ অন্য দাগের ১২ শতক ও ৭৭৯ দাগের ১.৪৮ দখলীয় জমি সহ মোট ৪.১৭ একরের কাতে ৯ শতক জমি, সলেমান আলী প্রাং ১৯৮২ সালে রেজিস্ট্রিকৃত ৮৯৮৪ কবলামুলে ১.৪৮ একরের কাত ১২ শতক জমি এবং জনৈক বুলু মিয়া ১৯৮৩ সালে ৪ শতক জমি বাদী ও তার ভাই ওমর আলীর নিকট হস্তান্তর করলে তারা আজ অবধি দখলভোগ করে আসছে। সেই সাথে ওমর আলী সরদার ও ময়েন উদ্দিন সরকারের নামে সমান অংশে আরএস ও খতিয়ান চুড়ান্ত করা আছে। কিন্তু অভিযোগ উঠেছে যে, কুটুরবাড়ি এলাকার আফতাব উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন উক্ত জমির পিছনাংশে মাত্র ২ বছর আগে সাড়ে ৭ শতক জমি ক্রয় করে ভোগদখল করা অবস্থায় নালিশী কর্নপুর মৌজার ম্যাপে ১১.৫০ শতক জমি দেখা যাচ্ছে বলে দাবী করেন। তিনি এই জমি যেকোন প্রকারেই হোক দখল করবে বলে হুমকি দিয়েছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। এরই প্রেেিত গত সোমবার রাতে কে বা কাহারা বাদীর দখলীয় জায়গার উপর বালু ঢেলে ও বাঁশের খুটি পুতে অবৈধভাবে দখলের চেষ্টা করেও বলে জানা যায়। উক্ত ঘটনায় সদর থানার এস.আই নূরে আলমের সাথে কথা বললে তিনি জানান, উক্ত বিবাদমান জায়গা নিয়ে কিছুটা সমস্যা হলেও পুলিশি হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উক্ত বিষয়টি খুব দ্রুত স্থানীয়ভাবে সমাধানের চেষ্টাও চলছে বলে জানান তিনি। উক্ত বিবাদের বিষয়ে অবগত হয়েছে মর্মে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ন্যায়ের সাথে খুব দ্রুত বিষয়টি যেকোন মাধ্যমেই সমাধানের কথা বলে। এদিকে বিবাদীর সাথে যোগাযোগের চেষ্টা করে হলেও তার দেখা পাওয়া যায়নি। উক্ত ঘটনায় খুব ভীতসন্ত্রস্থভাবে দিন কাটাচ্ছে মর্মে তারা ভবিষ্যতে যেকোন অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে বাঁচতে সকলের সহযোগিতা চেয়েছেন বাদীপক্ষ।

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার