সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন ডাকাত জানিয়ে পুলিশ বলছে, তার বিরুদ্ধে চারটি হত্যা ও কয়েকটি ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
আজ শুক্রবার ভোরে সদর উপজেলার দামারপোতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ব্রহ্মরাজপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা যৌথভাবে দামারপোতা এলাকায় অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত জাকির হোসেনের বিরুদ্ধে চারটি হত্যা ও কয়েকটি ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক