রামগড় সীতাকুন্ডকে হুমকির মুখে ফেলে বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রাস্তা নির্মাণ বন্ধ প্রসঙ্গে মানববন্ধন
দেশের সবচেয়ে বড় সংরক্ষিত বনাঞ্চল রামগড় সীতাকুন্ডকে হুমকির মুখে ফেলে বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রাস্তা নির্মানের প্রতিবাদে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর এর সহয়োগিতায় মানবন্ধন করেছে বাংলাদেশে জীববৈচিত্র সংরক্ষন বিবিসিএফ। আজ সক্যাল ১১. টায় বগুড়া সাতমাথায় বিবিসিএফ এর সভাপতি এসএম ইকবাল এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বিবিসিএফ এর সভাপতি ড.এস,এম, ইকবাল বলেন-দেশের সবচেয়ে বড় সংরক্ষিত বনাঞ্চল রামগড়-সীতাকুন্ডকে হুমকির মুখে ফেলে বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং রাস্তা নির্মাণ করতে চায় সরকারের দু’টি সংস্থা। এর মধ্যে সংরক্ষিত বনের ৯ কিলোমিটার ভেদ করে রাস্তা বানাতে চায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। আর বনের ভেতর দিয়ে ১৩ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন করতে চায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এ দুই প্রকল্প বাস্তবায়রন হলে ঝুঁকিতে পড়বে সেখানে থাকা দুর্লভ প্রজাতির হাজারো উদ্ভিদ ও বন্যপ্রাণিও জীবিৈবচিত্র। কাটা পড়তে পারে ২৫ হাজারের মত গাছ।
র্যালিতে উপস্থিত বিবিসিএফ এর সাধারন সম্পাদক- মো: সাজ্জাত হোসেন মুকুল বলেন- যে ট্র্যাকে রাস্তা বানানো হবে সে ট্র্যাকে রয়েছে দেশের বিলুপ্ত প্রায় বৈলাম, কাউগুলা এবং চিপরাশি, সেগুন সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছ। রাস্তা বানানো হলে এই ১০ হাজার গাছ কাটা পড়বে। জীব বৈচিত্রের রক্ষর স্বার্থে এ ধরণের প্রকল্প থেকে সরে আসা উচিত।
মো: আরাফাত রহমান (যুগ্ন সাধারন সম্পাদক) সভাপতি, তীর বলেন- বনের ভেতর দিয়ে ১৩ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুই দিকে ২৩ মিটার করে মোট ৪৬ মিটার এলাকার গাছপালা কাটা হবে। এ জন্য শুধু উত্তর বন বিভাগের কাটা হবে কাঠ উপযোগী ২২৭টি গাছ, এক হাজার ৪৪০টি বল্লী, এক হাজার ৮৫৯টি চারা, ১২১টি বাঁশঝাড়। যা কিনা জীববৈচিত্রের জন্য হুমকিস্বরুপ। এছাড়া বনের মধ্যে রাস্তা হলে বন দ্বিখন্ডিত হয়ে পড়বে, বিশেষ করে বানর শ্রেনীর প্রাণিরা বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা পড়বে।
এবং বনের গাছ চুরি বা কাটার প্রবনতা বেড়ে যেতেপারে। সংবিধান ও বন আইনে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষিত থাকবে। অভয়ারন্য হলো সেখানে কোনো স্থাপনা নির্মান, বা মানুষ্য প্রবেশ নিষিদ্ধ। তবে উন্নয়নের নামে অপরিকল্পিত কর্মকান্ড কেনো ? এছাড়া উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোঃ জিয়াউর রহমান (উপদেষ্টা, বিবিসিএফ) ফজলে বারী রতন (সহ-সভাপতি), মোঃ মাসুম মিয়া (সহ-সভাপতি), মো: মিজানুর রহমান, মহসীনা বেগম (সহ-সভাপতি), বিবিসিএফ এর সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম।
বিবিসিএফ এর উপদেষ্ঠা মো: আব্দুল মান্নান বলেন - সংরক্ষিত এ বনের মধ্যে ৯ কিলোমিটার রাস্তা এবং ১৩ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন তৈরী করা হলে এ ফরেস্টের প্রায় ২৫ প্রজাতির স্তন্যপায়ী, ১২৩ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর প্রাণী অরতি হয়ে পড়বে এবং ধ্বংস হবে ২৫ প্রজাতির উদ্ভিদ যা জীববৈচিত্র্র্র্যের জন্য মারাত্নক হুমকী হবে। এছাড়া উক্ত মানববন্দনে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, রিফাত হাসান, রাকিবুল ইসলাম, আহসান হাবীব, জাহিদ, সহ পরিবেশবাদী সংগঠন তীর এর সদস্যবৃন্দ।

বগুড়া প্রতিনিধি